সাতক্ষীরায় সাশ্রয় মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে সাতক্ষীরা জেলা প্রশাসকের ব্যবস্থাপনায় ও সদর উপজেলা অফিসের তত্ত্বাবধানে সাশ্রয় মূল্যে টিসিবি পণ্য বিক্রি শুরু করেছে। রমজান মাস উপলক্ষে দ্রব্যমূল্য সহনশীল রাখতে বর্তমান সরকার শ্রমজীবী খেটে খাওয়া মানুষের জন্য এ কর্মসূচি হাতে নিয়েছে।

সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে জানা যায়,,আজ রোববার (২৩ মার্চ) সাতক্ষীরা শহরের পাঁচটি পয়েন্টে মোট দুই হাজার প্যাকেজ পণ্য বিক্রি হয়েছে । এরমধ্যে জাবালে নূর জামে মসজিদ প্রাঙ্গনে শান্তিপূর্ণভাবে মানুষ সাশ্রয়ে মূল্যে টিসিবির পণ্য ক্রয় করেছে।  প্রতিটি প্যাকেজে রয়েছে  ২ লিটার সোয়াবিন তেল, দু কেজি মসুরির ডাল, ১ কেজি চিনি। মোট মূল্য ৩৯০ টাকা।

পণ্য নিতে আসার রাশেদ বলেন, বর্তমান সরকার যে উদ্যোগ নিয়েছে এটি মহতী উদ্যোগ। এই পণ্যে আমার ও আমার পরিবারের অনেক উপকার হয়েছে। এ পণ্য পেয়ে আমি অনেক খুশি।

অপর একজন ক্রেতা জোহরা বেগম জানান, আমার পরিবারের এই পণ্য ক্রয় করে একটু স্বাচ্ছন্ন বোধ করছি। রোজার মাসে আর বাজার থেকে অতিরিক্ত দাম দিয়ে তেল কেনা লাগবে না।

সদর উপজেলা নির্বাহী অফিস থেকে জানা যায়, বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে খেটে খাওয়া শ্রমজীবী মানুষের জন্য রমজান উপলক্ষে সাশ্রয় মূল্যে টিসিবির পণ্য প্রতিদিন পাঁচটি পয়েন্টে দুই হাজার প্যাকেট বিক্রি  হচ্ছে। এ বিষয় কোন রকম অনিয়ম হলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।