ভোমরা স্থলবন্দরে কার্যক্রম বন্ধ থাকবে ৯ দিন

পবিত্র ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে সাতক্ষীরা ভোমরা স্থল বন্দর দিয়ে টানা ৯ দিন বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (২৭ মার্চ)  ভোমরা স্থল বন্দর সি এন্ড এফ অ্যাসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মোহাম্মদ মুসা বন্ধের বিষয়টি নিশ্চিত করে দৈনিক খবর সংযোগ কে জানান, ২৮ মার্চ শুক্রবার থেকে আগামী ৫ এপ্রিল ৯ দিন পর্যন্ত  আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। ৬ই এপ্রিল থেকে যথারীতি আমদানি রপ্তানি শুরু হবে। আমদানি রপ্তানি বন্ধের বিষয়টি ভারতের ঘোজাডাঙ্গা বন্দরের সি এন্ড এফ এসোসিয়েশন কে চিঠির মাধ্যমে জানানো হয়েছে।
 
সাতক্ষীরা ভোমরা স্থল বন্দর চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভোমরা স্থল বন্দরের ব্যবসায়িক কার্যক্রম আমদানি রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

এ দিকে ভোমরা স্থল শুল্ক স্টেশনের ডেপুটি কমিশনার আবুল কালাম আজাদ বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দ্বিতীয় সচিব (কাস্টমস নীতি) মুকিতুল ইসলাম এক পত্রে এ তথ্য জানান। পত্রে টানা ৯দিন কাস্টমস ও বন্দর বন্ধ থাকার কথা থাকলেও (ঈদের দিন ছাড়া) সরকারি ও সাপ্তাহিক ছুটির দিন আমদানি-রপ্তানি সংক্রান্ত কার্যক্রম সীমিত আকারে চলমান রাখার নির্দেশনা দেওয়া হয়। কিন্তু বেনাপোলসহ অন্যান্য কাস্টমস হাউজ ও শুষ্ক স্টেশনে তা পালন করা হয় না। এখানে বন্দর ব্যবহারকারীরা সবাই ছুটিতে চলে যাওয়ায় সবকিছু বন্ধ থাকে।