নববর্ষ উদযাপনে তৎপর সাতক্ষীরার পুলিশ 

সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কে ১০ দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) সকালে মেলার অনুষ্ঠানিক উদ্বোধন করবেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

নববর্ষ উদযাপন উপলক্ষে সাতক্ষীরা জেলা পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। 

সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কে আয়োজিত মেলা প্রাঙ্গণে রোববার (১৩ প্রিল) একপ্রেস ব্রিফিং এ কথা জানান সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।

তিনি বলেন, বাঙালির অত্যন্ত আবেগের জায়গা হলো পহেলা বৈশাখ বাংলা নববর্ষ। নববর্ষকে কেন্দ্র করে আয়োজন করা হয়েছে লোকজ মেলা ও খেলাধুলাসহ নানা ধরনের অনুষ্ঠানের। এ সময় অনেক মানুষের সমাগম হয়। এ উৎসবকে কেন্দ্র করে জেলা পুলিশের পক্ষ থেকে নিরাপত্তামূলক সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। মানুষ যাতে স্বস্তিতে ও শান্তিতে সব অনুষ্ঠানগুলো উপভোগ করতে পারে, সেখানে যাতে কোনো প্রকার অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি না হয় এর জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এক কথায় বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। 

সাতক্ষীরা পুলিশ সুপার বলেন, পহেলা বৈশাখ উপলক্ষে জেলা সদরের পাশাপাশি আটটি থানায় সব জায়গায় নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।