কুষ্টিয়ায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

কুষ্টিয়ায় মার্কেটের বারান্দার সিঁড়ি থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি।

মঙ্গলবার (১৩ মে) বিকেলে সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের সোলাইমান শাহ মার্কেটের বারান্দার সিঁড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে সোলাইমান শাহ মার্কেটের বারান্দার সিঁড়িতে ওই ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ওসি মোশাররফ হোসেন জানান, মৃত ব্যক্তির বয়স ৫০ থেকে ৫৫ বছর হবে। তার পড়নে লুঙ্গি ও নীল শার্ট ছিল। তবে তার শরীরের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহটি উদ্ধার করে মর্গে রাখা হয়েছে। তার নাম পরিচয়ের শনাক্তের চেষ্টা চলছে।