কুষ্টিয়ায় ট্রেনে মিললো ৪০ লাখ টাকার কোকেন

কুষ্টিয়ার মিরপুরে ট্রেনে থেকে প্রায় ৪০ লাখ টাকার কোকেন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।

মঙ্গলবার (২০ মে) রাত ১০ টায় মিরপুর রেলওয়ে স্টেশনে চিলাহাটী হতে খুলনাগামী ‘রকেট মেইল’ ট্রেনে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় এ কোকেন উদ্ধার করা হয়৷

এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন (৪৭ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর রেলওয়ে স্টেশনে রকেট মেইল নামের ট্রেনে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়৷ এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৮০০ গ্রাম কোকেন উদ্ধার করা হয়৷ উদ্ধারকৃত মাদকের মূল্য আনুমানিক প্রায় ৪০ লাখ টাকা। এ বিষয়ে পোড়াদহ রেলওয়ে স্টেশন থানায় একটি সাধারণ ডায়েরি করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।