বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের মাধ্যমে শিক্ষক সমাজের বৈষম্য দূরীকরণ নিশ্চিত করাসহ ১৪ দফা দাবিতে সাতক্ষীরায় শিক্ষক সম্মলেন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন বক্তারা ১৪ দফা দাবি উত্থাপন করে অন্তবর্তীকালীন সরকারকে তা মেনে নেওয়ার আহ্বান জানান।
বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন সাতক্ষীরা শাখার আয়োজনে শনিবার (১৪ জুন) শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এ শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর ও বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারশনের কেন্দ্রীয় বাংলাদেশ কিন্ডার গার্ডেনের সভাপতি প্রফেসর ডক্টর কোরবান আলী।
বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারশন সাতক্ষীরা শাখার সভাপতি উপাধ্যক্ষ আব্দুস সবুরের সভাপতিত্ব ও সিনিয়র সহসভাপতি অধ্যক্ষ আশফাকুর রহমান বিপুর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, তামিরুল মিল্লাত মাদ্রাসার শিক্ষক ও বিশিষ্ট আলম ড. খলিলুর রহমান মাদানী, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারশনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটার জেনারেল অধ্যাপক মোহাম্মদ রবিউল ইসলাম. বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ ডক্টর মাওলানা শাহাজান আদানি, বাংলাদেশ কিন্ডারগার্ডেন শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ মো. সিরাজুল ইসলাম, বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক পরিষদের সেক্রেটারি মো. আব্দুর রহিম সরকার, ফেডারেশন উপদেষ্টা সাতক্ষীরা আলিম আলিয়া মাদ্রাসার সভাপতি মহাদ্দিস আব্দুল খালেক , আগরদাড়ি আমিনিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাদ্দিস রবিউল বাশার, সিটি কলেজের সাবেক উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সাবেক এমপি গাজী নজরুল ইসলাম, বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা আজিজুর রহমানসহ অন্যরা।
বক্তারা বলেন, ২০২৪ এর জুলাই আগস্টের ছাত্র জনতার বিপ্লবের সুফল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের কাছে পৌঁছে দিতে হবে। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতে শোষণমুক্ত বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়া বর্তমান সময়ের দাবি। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের মাধ্যমে শিক্ষক সমাজের বৈষম্য দূরীকরণ নিশ্চিত করাসহ ১৪ দফা ন্যায় সংগত দাবি মেনে নেয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বক্তারা জোর দাবি জানান।