সাতক্ষীরায় ৩৯৮ বোতল ফেনসিডিলসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব ৬ এর একটি দল। জেলার কালিগঞ্জ উপজেলার নলতা বাজারের সানি সুপার মার্কেটের দ্বিতীয় তলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত মাদক কারবারিরা হলেন- জাহাঙ্গীর আলম (৩৮), অমল সরকার (৫৩) ও গফফার গাজী (৬৩)।
সোমবার (২৩ জুন) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব ৬।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতায় সুপার মার্কেটের দ্বিতীয় তলায় কতিপয় চোরাকারবারিরা ফেনসিডিল বিক্রি করার জন্য একত্রিত হয়েছে। এ সময় র্যাবের একটি চৌকশ দল সেখানে অভিযান চালিয়ে ৩৯৮ বোতল ফেনসিডিলসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
র্যাব আরও জানায়, গ্রেপ্তারদেরকে মাদক আইনে কালিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।