নড়াইলে আইডিইবি’র নতুন সভাপতি মামুন সম্পাদক সালাম

ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)-এর নড়াইল জেলা শাখা’র নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন এমএম মামুনুর রশিদ মামুন এবং সাধারণ সম্পাদক হয়েছেন আব্দুস সালাম। কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিইবি’র কেন্দ্রিয় জনসংযোগ ও  প্রচার সম্পাদক মোস্তফা কামাল।

রোববার (১২ জুলাই)  প্রেসবিজ্ঞপ্তি’র মাধ্যমে নবনির্বাচিত সাধারণ সম্পাদক আব্দুস সালাম এ তথ্য নিশ্চিত করেছেন। নব গঠিত কমিটি’র অন্যান্যরা হলেন, সহ-সভাপতি সেলিম রেজা, রমিচ উর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, অর্থ-সম্পাদক হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক আশেক এলাহী, চাকুরী বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম, গ্রন্থনাগার ও দপ্তর সম্পাদক শাকিল, জনসংযোগ ও প্রচার সম্পাদক খায়রুজ্জামান তানিম, সাহিত্য সংস্কৃতি ও  প্রকাশনা সম্পাদক আনোয়ার সাদাত, সমাজ কল্যাণ সম্পাদক আঃ মতিন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বিল্লাল, গবেষণা ও আইসিটি বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, মহিলা ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক কল্পনা খাতুন, শিক্ষা ও  প্রশিক্ষণ সম্পাদক রিপন, ছাত্র বিষয়ক সম্পাদক মোবাশ্বের হোসেন। কমিটিতে ৫ জন উপদেষ্টা পরিষদের সদস্য অন্তর্ভুক্ত করা হয়।

প্রেসবিজ্ঞপ্তিতে আরও জানানো হয় শনিবার (১২ জুলাই) দুপুরের দিকে নড়াইল মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে আইডিইিবি’র নড়াইল জেলা শাখা কার্যালয়ে এ কমিটি গঠন উপলক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়। সভায়  সর্ব সম্মতিক্রমে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি ও ৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।

আইডিইবি দীর্ঘদিন ধরে দেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকার রক্ষা এবং পেশাগত মান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নড়াইল জেলা কমিটির নতুন নেতৃত্বে এ কার্যক্রম আরও বেগবান হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

এ সময় নব নির্বাচিত সভাপতি এমএম মামুনুর রশিদ বলেন, নড়াইলে আইডিইবি'র নিজস্ব কোন ভবন নেই। এ কমিটি’র অন্যতম প্রচেষ্টা থাকবে জমি ক্রয় করে নিজস্ব জায়গায় ভবন তৈরি করা ও পেশাগত মানোন্নয়ন করা। তিনি এসব কাজসহ আইডিইবি’র কার্যক্রমকে বেগবান করার জন্য নড়াইলের সকল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সহযোগিতা কামনা করেন।

বিদায়ী কমিটি’র সভাপতি জাহাঙ্গীর কবীর এবং সাধারণ সম্পাদক রমিচ উর রহমান বলেন, অত্যন্ত দক্ষ ও যোগ্য নেতৃবৃন্দ নবগঠিত কমিটিতে এসেছেন। তারা সংগঠনের সকল কার্যক্রমকে আরও সুনামের সাথে এগিয়ে নিয়ে যাবেন। সংশ্লিষ্ট সকলকে তাদের পাশে থেকে সহযোগিতা করার অনুরোধ জানান।