স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৫

কুষ্টিয়ার ভেড়ামারায় স্বামীকে বেঁধে মারধর ও স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত ৫ জনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২ আগস্ট) রাত সাড়ে ১০টায় উপজেলার বাহিরচর ইউনিয়নের মসলেমপুর এলাকার কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন- ভেড়ামারা উপজেলার মসলেমপুর এলাকার মৃত মোজাম্মেল প্রামাণিকের ছেলে কালু প্রামাণিক (৪৬), উপজেলা ষোল দাগ এলাকার মোজাম্মেল শেখের ছেলে মুর্শিদ শেখ (৪৫), মৃত আকছেদ মন্ডল ছেলে টিটু মন্ডল ওরফে টিপু (৪২), মৃত নবীর মন্ডলের ছেলে এজাজুল (৪২) ও মৃত হাবিবুল সরদারের ছেলে রুবেল আলী (২৪)।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, গতকাল রাত সাড়ে ১০টায় কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের বাহিরচর ইউনিয়নের মসলেমপুর এলাকায় ভুক্তভোগীরা বাড়িতে ফেরার পথে কয়েকজন যুবক তাদের গতিরোধ করে পার্শ্ববর্তী একটি লিচু বাগানে নিয়ে গিয়ে স্বামীকে বেঁধে মারধর ও স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের পর পালিয়ে যায়। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ভুক্তভোগীদের উদ্ধার করে থানা হেফাজতে নেয় এবং অভিযুক্তদের ধরতে তাৎক্ষণিক অভিযান চালায়। অভিযানে ৫ জনকে আটক করে পুলিশ।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ ওসি) আব্দুর রব তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। আসামিদের আদালতে পাঠানো হয়েছে এবং ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।