সাতক্ষীরায় ‘৩৬ জুলাই’ নিয়ে আলোচনা সভা

সাতক্ষীরায় জুলাই শহীদ পরিবারের সদস্য ও যোদ্ধাদের নিয়ে আলোচনা সভা, সম্মাননা ক্রেস্ট প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে সাতক্ষীরা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত ‘৩৬ জুলাই’ নিয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।     

সাতক্ষীরা জেলা কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে আলোচনা সভায় বক্তব্য রাখেন- জেলা পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম, সরকারি কলেজের অধ্যক্ষ আবুল হাসেম, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা জামায়েতের আমির শহিদুল ইসলাম মুকুল, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আফরহিম সিদ্দিক কমল, শহর ছাত্র শিবিরের সভাপতি আল মামুন ও জুলাই যোদ্ধা জিল্লুর রহমান প্রমুখ। 

এ সময় আরো উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণু পদ পাল, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাসরুবা ফেরদৌস, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ, জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক সরদার শরিফুল ইসলাম, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাসেম, জেলা জামাতের সেক্রেটারী মাও. আজিজুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. মেহেদী হাসান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ির উপ-পরিচালক কৃষিবিদ সাইফুল ইসলাম, আনসার, জেল পুলিশসহ জেলা বিভিন্ন সরকারি বেসরকারি অফিসের কর্মকর্তা ও জুলাই যোদ্ধা, আহত যোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। 

আলোচনা সভায় জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন, যুদ্ধ এখনো শেষ হয়নি। জন্ম থেকেই আমরা যুদ্ধ করছি। ভাষার যুদ্ধ, অধিকারের যুদ্ধ, স্বাধীনতার যুদ্ধ, বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ, সর্বশেষ স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে ছাত্র-জনতার যুদ্ধ। এভাবেই আমাদের যুদ্ধ চলতে থাকবে জীবনভর। আমরা জাতিগত বৈষম্যের সৃষ্টি না করে বাংলাদেশি হিসেবে থাকতে চাই। 

সভা শেষে সাতক্ষীরায় জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের সম্মাননা ক্রেস্ট প্রদান করেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।