মাগুরায় ব্রিজের রেলিং থেকে নবগঙ্গা নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হওয়া শিশু তানভীরের (৭) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ৬টায় বরুনাতৈল খাল থেকে তানভীরের মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে বুধবার (৮ আগস্ট) সকাল ১১ টায় বসতবাড়ির পাশে নবগঙ্গা নদীর তীরে বন্ধুদের সাথে খেলাধুলার একপর্যায়ে ব্রিজের রেলিংয়ের উপর হাঁটতে গিয়ে নদীতে পড়ে যায় তানভীর।
পরে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পর দুপুর ১টার দিকে মাগুরা ফায়ার সার্ভিসের একটি ডুবরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান চালায়। তবে অনেক চেষ্টার পরও তারা তানভীরকে উদ্ধার করতে পারেনি।
অবশেষে দীর্ঘ ১৯ ঘন্টা পর বরুনাতৈল ইউসুফ মোল্লার ঘাটে সকাল ৬টায় শামীম নামে এক জেলে তানভিরের মরদেহটি উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেয়।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, নদীতে পড়ে যাওয়ার পরপরই স্থানীয় স্বেচ্ছাসেবক ও ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার তৎপরতা শুরু হয়। পরদিন সকালে মরদেহ উদ্ধার হওয়ার পর আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মৃত শিশু তানভীর মাগুরা পারনান্দুয়ালী ব্যাপারীপাড়ার আরজু হোসেনের ছেলে। তার মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।