যশোরে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের দৌলতদিহি গ্রামে রেজাউল ইসলাম (৫০) নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১২ আগস্ট) রাত সাড়ে ১২টার পর এ ঘটনা ঘটে।

নিহত রেজাউল ইসলাম ওই গ্রামের গোলাম তরফদারের ছেলে। পরিবার দাবি করছে, তিনি স্থানীয় যুবলীগের সক্রিয় কর্মী ছিলেন।

নিহতের স্ত্রী শিউলি বেগম জানান, রাত ১২টার পর রেজাউলের মোবাইলে একটি কল আসে। তিনি ছাদে গিয়ে কিছুক্ষণ ফোনে কথা বলেন, এরপর বাইরে বের হন। কোথায় যাচ্ছেন জানতে চাইলে তিনি বলেন, “কথা বলে আসছি।” এরপরই তাকে আর পাওয়া যাচ্ছিল না। কিছুক্ষণ পর স্থানীয়দের ডাকাডাকিতে ঘুম ভেঙে গিয়ে শিউলি জানতে পারেন, বাড়ির পাশেই রেজাউলের গলাকাটা মরদেহ পড়ে আছে।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসনাত জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, রেজাউলকে মোবাইল ফোনে ডেকে নিয়ে বাড়ির কাছেই কুপিয়ে হত্যা করা হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

ওসি আরও জানান, নিহত রেজাউলের বিরুদ্ধে কোতোয়ালি থানায় ৯টি মামলা রয়েছে। এর মধ্যে বেশিরভাগই ডাকাতি চেষ্টা, অস্ত্র ও মাদক সংশ্লিষ্ট।

এ ঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক করা হয়নি। হত্যাকাণ্ডের পেছনের কারণ খতিয়ে দেখছে পুলিশ।