ভারতে আটক ৯ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর

চুয়াডাঙ্গা ও মেহেরপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশকারী ৯ বাংলাদেশি নাগরিককে আনুষ্ঠানিকভাবে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। 

বৃহস্পতিবার (১৪ আগস্ট) আনুমানিক সকাল সাড়ে ১০ টায় তাদের হস্তান্তর করা হয়।

পরে বেলা সাড়ে ১২টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক হায়দার আলী জানান, চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ন এবং ভারতের ১৬১ বিএসএফ ব্যাটালিয়নের মধ্যে সীমান্তের প্রধান খুঁটির ১০৫-এর নিকট শূন্য রেখায় কোম্পানি কমান্ডার পর্যায়ে এক সৌহার্দ্যপূর্ণ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

পতাকা বৈঠকে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের মুজিবনগর কোম্পানি কমান্ডার এবং ১৬১ বিএসএফ ব্যাটালিয়নের হৃদয়পুর কোম্পানি কমান্ডার উপস্থিত ছিলেন। 

আলোচনার একপর্যায়ে পূর্বে বিভিন্ন সময়ে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকারী মোট ৯ জন বাংলাদেশি নাগরিককে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বিজিবির নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে। তাদের মধ্যে ২ জন পুরুষ, ২ জন মহিলা এবং ৫ জন অপ্রাপ্ত বয়স্ক শিশু রয়েছে।

তারা হলেন- মো. আবু সাইদ (৪৫), বিউটি বেগম (৪০), মো. সম্রান (৭), সিমলা আক্তার (১১), বদির (৩৯), ডলি আক্তার (২৫), লামিয়া আক্তার (৬), আলী আকবর (৪) ‍ও সাদিয়া (১)। 

বিজিবি কর্মকর্তা আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে ভারতের উড়িষ্যা রাজ্যে বসবাস করছিল।

এ সময় বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর পারস্পরিক সহযোগীতা ও সমন্বয়ের অংশ হিসেবে এ ধরনের পতাকা বৈঠক ২ দেশের মধ্যে আস্থা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করছে বলে দাবি করেন তিনি।