চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধীনে আনন্দবাস গ্রাম থেকে ৫১ হাজার অবৈধ মার্কিন ডলারসহ জাহাঙ্গীর শেখ (৪০) নামের চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। আটক জাহাঙ্গীর শেখ মেহেরপুরের মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের আফসার শেখের ছেলে। শুক্রবার দুপুরে তাকে আটক ও অবৈধ মার্কিন ডলার উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক হায়দার আলী বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ব্যাটালিয়ন অধিনায়ক লে.কর্নেল নাজমুল হাসান গোপন সংবাদে জানতে পারেন চোরাকারবারীরা আনন্দবাস বিওপির সীমান্ত দিয়ে মার্কিন ডলার পাচার করবে। এরপর তাঁর নেতৃত্বে বিজিবির একটি সশস্ত্র দল সীমান্তের অভ্যন্তরে ফাশিতলা নামক স্থানে নেয়। এসময় জাহাঙ্গীর শেখকে ঘাসের বস্তা নিয়ে বাইসাইকেলযোগে আনন্দবাস গ্রামের দিকে যেতে দেখা যায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে সে পালানোর চেষ্টা করলে টহলদল তাকে আটক করে। ওই সময় তার হাতে থাকা ঘাসের বস্তা তল্লাশী করে স্কচটেপ দিয়ে মোড়ানো ৫টি প্যাকেট জব্দ করা হয়। জব্দকরা ৫টি প্যাকেট হতে ৫১ হাজার অবৈধ মার্কিন ডলার উদ্ধার হয়।
এই ঘটনায় নায়েব সুবেদার হারুন অর রশিদ বাদী হয়ে মুজিবনগর থানায় মামলা করেন। আটক জাহাঙ্গীর শেখকে থানায় হস্তান্তর এবং জব্দকরা মার্কিন ডলার মেহেরপুর ট্রেজারী অফিসে জমা করা হয়।