সাতক্ষীরায় সাবেক ইউপি চেয়ারম্যান রেজাউল করিম গ্রেপ্তার

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও কৈখালী ইউপির সাবেক চেয়ারম্যান জিএম রেজাউল করিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার (১৬ আগস্ট) ভোরে কৈখালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্র জানায়, কৈখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জিএম রেজাউল করিমের বিরুদ্ধে শ্যামনগর থানায় সরকার উৎখাতের ষড়যন্ত্রের একটি মামলা রয়েছে। মামলার আসামি হিসেবে দীর্ঘদিন তিনি আত্মগোপনে ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি কৈখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ওই ইউপির সাবেক চেয়ারম্যান।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির মোল্যা বিষয়টি নিশ্চিত করে জানান, তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রসঙ্গত, গত ৫ জুন সাতক্ষীরা-৪ আসনের সাবেক ৩ সংসদ সদস্যসহ আওয়ামী লীগের ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে মামলা হয়। শ্যামনগর পৌরসভার যাদবপুর গ্রামের মাসুম বিল্লাহ নামের এক ব্যক্তি ওই মামলাটি দায়ের করেন। গ্রেপ্তার রেজাউল করিম ওই মামলার ১২ নম্বর আসামি।