ভারতে প্রবেশের সময় ৮ বাংলাদেশি আটক

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় আট বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে বিজিবির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৫৮ বিজিবির অধীনস্থ শ্যামকুড় ও বাঘাডাঙ্গা বিওপির টহল দল যৌথ অভিযান চালিয়ে সীমান্ত এলাকা থেকে ছয়জন নারী ও দুইজন পুরুষকে আটক করে। আটককৃতরা দেশের বিভিন্ন জেলার বাসিন্দা।

এ বিষয়ে মহেশপুর থানার ওসি (তদন্ত) সাজ্জাদুর রহমান বলেন, আটক দুই পুরুষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বাকি ছয়জন নারীকে আদালতে সোপর্দ করা হবে।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির নিয়মিত টহল জোরদার করা হয়েছে এবং অনুপ্রবেশ ঠেকাতে তৎপরতা অব্যাহত থাকবে।