চুয়াডাঙ্গায় ট্রাক চাপায় সাইকেল আরোহী নিহত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা শহরের পৌর পশুহাটের কাছে চলন্ত ট্রাক চাপায় এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুর রাজ্জাক (৪৫) আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউনিয়নের হাউসপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাসুদুর রহমান জানান, আব্দুর রাজ্জাক কাজ শেষে তার বাইসাইকেলে বাড়ি ফিরছিলেন। সে সময় দ্রুতগতির একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘটনার পরপরই চালক ট্রাকটি ফেলে পালিয়ে যান। পরে পুলিশ গিয়ে ওই ট্রাক জব্দ করে। রাজ্জাকের মরদেহ আইনী প্রক্রিয়া শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।