সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার সমাপনী

সাতক্ষীরায় ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বো আগামীর শুদ্ধতা’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বেলা ১২টায় কালিগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন কালিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক সুকুমার দাশ বাচ্চু ও কালিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি এডভোকেট জাফরুল্লাহ ইব্রাহিম। 

এ সময় কালিগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ব্যবস্থাপনায় কালিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আক্তারুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রণালয়ের (অবসরপ্রাপ্ত) সিনিয়র সচিব শেখ রফিকুল ইসলাম। সম্মানিত অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার অনুজা মন্ডল। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় খুলনার উপ-সহকারী পরিচালক মো. মহাসীন আলী, সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান, কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জয়নাল আবেদিন ও সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান প্রমুখ। 

আরো বক্তব্য রাখেন- কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শফিকুল ইসলাম, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাইফুল বারী সফু,  শ্রীকলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শিশির কুমার দত্ত, শিক্ষক গাজী মিজানুর রহমান, কালিগঞ্জের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আমির হামজা, মারুফ হাসান প্রমুখ।

বিতর্কের চূড়ান্ত পর্বের বিষয় ছিল- দুর্নীতিই বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তির প্রধান অন্তরায়। উপজেলা পর্যায়ের ফাইনালে পক্ষ দলে অংশ নেয় মাধ্যমিক বিদ্যালয় এবং বিপক্ষ দলে অংশ নেয় শ্রীকলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়। বিতর্কে বিপক্ষ দল শ্রীকলা মাধ্যমিক বিদ্যালয় জয় লাভ করে। 

বিতর্কে বিচারকের দায়িত্ব পালন করেন- কালিগঞ্জ উপজেলা কৃষি অফিসার মো. ওয়াসিম উদ্দিন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. শংকর কুমার দে, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আকরাম হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা তৌকির আহম্মেদ প্রমুখ।  

কালিগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে কালিগঞ্জের ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠান বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতায় অংশ নেয়।

এ সময় জেলা ও কালিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতারা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।