অবৈধভাবে ভারতে যাওয়ার সময় আটক ৫ 

পাসপোর্ট ভিসা ছাড়া ভারতে যাওয়ার সময় যশোরের শার্শায় কায়বা সীমান্ত থেকে ৫ নারী-পুরুষকে আটক করেছে বিজিবি সদস্যরা।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ১৭/৭ এস এর ২২ আর পিলারের কাছ থেকে তাদের আটক করা হয়।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় কায়বা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশি নাগরিকরা ভারতে প্রবেশ করতে পারে। এমন সংবাদের ভিত্তিতে কায়বা বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ১৭/৭ এস এর ২২ আর পিলার থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে যশোর জেলার শার্শা থানাধীন কায়বা গ্রামস্থ পূর্ব রুদ্রপুর (জিআর-৯১৫৩৪৮ এমএস ৭৯ বি/১৩) এলাকায় গতকাল রাতে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের সময় ২ জন পুরুষ ও ৩ জন মহিলাসহ মোট ৫ বাংলাদেশি নাগরিককে আটক করে। আটকদের শার্শা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আটকরা হলেন- সাতক্ষীরার তালা উপজেলার জেয়ালা নলতা গ্রামের মৃত ঝাড়ু বিশ্বাসের ছেলে মো. মকছেদ আলী বিশ্বাস (৬৫), বাগেরহাটের মোড়েলগঞ্জের দৈব্যজ্ঞহাটী এলাকার আলতী বুরুজবাড়ীয়া গ্রামের মো. এনামুল শেখের ছেলে মো. আকাশ হোসেন (২৩), মুন্সীগঞ্জের শ্রীনগরের মাইজপাড়া এলাকার মত্তগ্রামের জালাল মোল্লার মেয়ে সালেহা আক্তার প্রিয়া (২৭), ঢাকার মিরপুরের সেনপাড়া এলাকার মো. হুমায়ুন তালুকদারে মেয়ে রোজিনা খানম (২৮) এবং যশোরের শার্শার ভবারবেড় এলাকার (৫) মো. তোতা মিয়ার মেয়ে মোছা. সুফিয়া বেগম রিনা (৪৬)। 

বিজিবি অধিনায়ক আরো জানান, সাম্প্রতিককালে সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি সীমান্তে কঠোর নজরদারি ও টহল তৎপরতা বৃদ্ধির পাশাপাশি সীমান্তবর্তী জনসাধারণকে প্রতিনিয়ত বোঝানো হচ্ছে।