যশোরে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে খুলনা বিভাগের ৫ জেলার ৪৬ জন সাংবাদিককে অনুদানের চেক দেওয়া হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে  যশোরের জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ। তিনি বলেন, বিগত সময়ের মত দলীয়করণ না করে প্রকৃত সাংবাদিকদের অনুদান দেওয়া হচ্ছে। কে কোন দলের, মতের সেটা দেখা হচ্ছে না। আবেদনে সকল তথ্য ঠিক থাকলে তিনি অনুদান পাচ্ছেন।

যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। তিনি বলেন, সাংবাদিকদের কল্যাণ নিশ্চিত করতে জেলা প্রশাসন সবসময় পাশে থাকবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উপপরিচালক (প্রশাসন ও অর্থ) এ বি এম রফিকুল ইসলাম, যশোর তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা রেজাউল করিম, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, দৈনিক লোকসমাজ পত্রিকার সম্পাদক শান্তনু ইসলাম সুমিত, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আকরামুজ্জামান, সাধারণ সম্পাদক এস এম ফরহাদ প্রমুখ।