ভারতে আটক ১৫ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর

ভারতে আটক ১৫ বাংলাদেশি নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ।
 
সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আনুষ্ঠানিক বৈঠক শেষে তাদের ফিরিয়ে আনা হয়। পরে বিজিবি আটকদের সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করে।

আটকদের মধ্যে ৮ জন পুরুষ, ২ জন নারী ও ৫ জন শিশু রয়েছেন। তারা সাতক্ষীরা সদর, শ্যামনগর ও আশাশুনি উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হক জানান, ভারতের হাকিমপুর সীমান্তে অবৈধভাবে প্রবেশের অভিযোগে বিএসএফ তাদের আটক করে। পরে ভারতীয় বিএসএফের আমুদিয়া কোম্পানি কমান্ডার বিকাশ কুমার পতাকা বৈঠকের মাধ্যমে সাতক্ষীরার তলুইগাছা কোম্পানি কমান্ডার আবুল কাশেমের কাছে ১৫ বাংলাদেশিকে হস্তান্তর করেন। বিজিবি তাদের থানায় এনেছে। পরিচয় যাচাই-বাছাই শেষে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিজিবি ও থানার সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় প্রায়ই নানা কারণে স্থানীয় বাসিন্দারা ভারতে প্রবেশের সময় বিএসএফের হাতে আটক হন। পরবর্তীতে সরকারি প্রক্রিয়ার মাধ্যমে পতাকা বৈঠকের মধ্য দিয়ে তাদের ফেরত আনা হয়। সীমান্ত এলাকায় এ ধরনের ঘটনা নিয়মিত ঘটায় স্থানীয়দের মাঝে উদ্বেগ বিরাজ করছে।
 
তবে সীমান্তরক্ষী বাহিনী জানিয়েছে, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সতর্কতামূলক ব্যবস্থা জোরদার করা হয়েছে।