যশোরের সদর উপজেলার মুড়লি এলাকায় মিনি ফুটবল টুর্নামেন্টে ট্রাইবেকারে বিপি ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ‘তারুণ্য ক্লাব’।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে মুড়লি আমতলায় অনুষ্ঠিত এ খেলায় নির্ধারিত সময়ে ম্যাচ ড্র হলে টাইব্রেকারে যায়। টাইব্রেকারে তারুণ্য ক্লাব ৩-১ গোলে বিজয়ী হয়।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারুণ্য ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাংবাদিক ইমরান হোসেন রাজ। তিনি বলেন, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে ক্রীড়ার বিকল্প নেই। নিয়মিত খেলাধুলার মাধ্যমেই সমাজে সুস্থ সংস্কৃতি প্রতিষ্ঠা করা সম্ভব।
এ সময় আরও উপস্থিত ছিলেন- রামনগর ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক মো. জাফর হোসেন, তারুণ্য ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, ইমদাদুল সরদার, লাইচ হোসেন, শাকিব হোসেন, আরাফাত হোসেন, গোলাম রসুল, ওহিদ প্রমুখ। খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।