শারদীয় দুর্গাপূজা-২০২৫ উদযাপন উপলক্ষে বাগেরহাটের চিতলমারীতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট ও পূজা উদযাপন ফ্রন্ট চিতলমারী উপজেলা শাখা কর্তৃক আয়োজিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৫টায় চিতলমারী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় অডিটোরিয়াম ভবনে এ সভা হয়।
চিতলমারী হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক কাশীনাথ বৈরাগী সভাপতিত্বে এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরিফুল হাসান অপু। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা ও বাগেরহাট-১ আসন মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার এ্যাড. মাসুদ রানা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সভাপতি মো. মমিনুল হক টুলু বিশ্বাস।
আরও বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আহসান হাবীব ঠান্ডু, উপজেলা যুবদলের আহবায়ক জাকারিয়া মিলন, সদস্য সচিব শেখ আসাদ, উপজেলা স্বেচ্ছাসেবক দল আহবায়ক মো. নিয়ামত আলী খান ও উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যান ফ্রন্টে সদস্য সচিব অনুপম সাহাপ্রমুখ।