যশোরে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় দুর্গােৎসবের শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিনি শহরের বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন শেষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় অনিন্দ্য ইসলাম অমিত সাংবাদিকদের বলেন, সারাদেশের মতো যশোরেও বর্ণিল উৎসব মূখর এবং শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, সেটি আবারও প্রমাণিত হলো শারদীয় দুর্গােৎসবের মাধ্যমে। সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসবকে শান্তিপূর্ণ এবং নির্বিঘ্ন করতে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দেন। সেই মোতাবেক দলীয় নেতাকর্মীরা মন্দিরগুলোতে দায়িত্ব পালন করেছে। তারা রাত জেগে মন্দির পাহারা দিচ্ছে।
প্রথমে অনিন্দ্য ইসলাম অমিত লালদীঘি পাড়স্থ হরিসভা মন্দির পরিদর্শন করেন। পরে বেজপাড়া সার্বজনীন পূজা মন্দির, বেজপাড়া রায় বাড়ি দুর্গা মন্দির, বেজপাড়া শহীদ সুধীর ঘোষ পূজা মন্দির, আর এন রোড বাণী জুয়েলার্স মন্দির, রেল রোড হরিজন পল্লী পূজা মন্দির, রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশন পূজা মন্দির পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। সেখানে মন্দির কমিটির নেতারা অনিন্দ্য ইসলাম অমিতকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, শহিদুল বারী রবু, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য মারুফুল ইসলাম, অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, সিরাজুল ইসলাম, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সাংগঠনিক সম্পাদক মো. ফারুক হোসেন, জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক তারেক, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট যশোর জেলা শাখার সদস্য সচিব নির্মল কুমার বিট প্রমুখ।