নিখোঁজের ৯ মাস পর পানির নিচ থেকে কঙ্কাল উদ্ধার

যশোরের চৌগাছায় কচুরিপানার নিচ থেকে এক ব্যক্তির কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।
 
বুধবার (১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের কুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
 
স্থানীয়রা জানান, কুলিয়া গ্রামের আশরাফ মল্লিকের মেহগুনি বাগানের পাশের বাওড়ে কচুরিপানার নিচে ভেসে থাকা কঙ্কালসদৃশ বস্তু দেখতে পান গ্রামবাসী মো. আলাউদ্দিন। তিনি তাৎক্ষণিকভাবে এলাকাবাসীকে খবর দেন। পরে ভিকটিমের ছেলে মো. সোহাগ হোসেন ঘটনাস্থলে এসে কঙ্কালটি তার বাবা আব্দুর রাজ্জাকের বলে শনাক্ত করেন।
পরিবারের দাবি, রাজ্জাক গত ৯/১০ মাস আগে বাড়ি থেকে নিখোঁজ হন। তবে এ বিষয়ে থানায় কোনো জিডি করা হয়নি।
 
স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি কৃষিকাজের পাশাপাশি মাদক পাচারের সঙ্গে জড়িত ছিলেন। ২০২৪ সালের ডিসেম্বরে অবৈধ পথে ভারত যাওয়ার পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। এছাড়া তার আপন ভাই মিন্টুর সঙ্গে পারিবারিক বিরোধও ছিল।
 
কঙ্কাল উদ্ধারের পর পুলিশ সেটি ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।