যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের ডাকাতিয়া গ্রামে পূর্ব বিরোধের জেরে চঞ্চল গাজী (২৮) নামে এক যুবককে ছুরিকাঘাতে খুন হয়েছেন। হামলায় আহত হয়েছেন তার বাবা মধু গাজীসহ দু’জন। গুরুতর আহত অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে এই হামলার ঘটনা ঘটে।
স্থানীয় এলাকাবাসী জানায়, ডাকাতিয়া গ্রামের ইসরাইল ডাক্তারের বাড়ির সামনে বৃহস্পতিবার সকালে চঞ্চল গাজী ও তার বাবা মধু গাজীর সঙ্গে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তা হাতাহাতি থেকে ধারালো অস্ত্র দিয়ে হামলায় রূপ নেয়। প্রতিপক্ষের হামলায় বাবা-ছেলে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টায় চঞ্চল গাজী মারা যান। বর্তমানে তার বারা মধু গাজী ও প্রতিপক্ষের রবিউল ইসলাম একই হাসপাতালে চিকিৎসাধীন।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবুল হাসনাত জানান, ঘটনাটি পূর্ব বিরোধের জেরে ঘটেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান ওসি।