কুষ্টিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত 

“সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করে দুর্যোগ”-স্লোগানে কুষ্টিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। 
 
দিবসটি উপলক্ষে সোমবার (১৩ অক্টোবর) সকালে জেলা প্রশাসনের আয়োজনে ও কুষ্টিয়া দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন।
 
সভা শেষে কুষ্টিয়া কালেক্টরেট চত্বর থেকে একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কালেক্টরেট স্কুল এন্ড কলেজ মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে ফায়ার সার্ভিসের আয়োজনে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া প্রদর্শন করা হয়। 
এ সময় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ রিজিবুল ইসলাম, জেলা প্রশাসনের প্রতিনিধি, ফায়ার সাভির্সের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।