শার্শায় শিক্ষককে বহিষ্কারের দাবিতে মহাসড়ক অবরোধ 

যশোরের শার্শা উপজেলার নাভারণ বুরুজ বাগান মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল আলিমের বিরুদ্ধে এক নারী শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। ঘটনাটি এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দার সৃষ্টি করেছে।

বুধবার (২৯ অক্টোবর) বেলা ১২টার দিকে বিদ্যালয়ের সামনে যশোর-বেনাপোল মহাসড়কে মানববন্ধন কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। এ সময় তারা এক ঘণ্টা ধরে সড়ক অবরোধ করে রাখে।

মানববন্ধনে শতশত শিক্ষার্থী অংশ নেয়। এ সময় তারা হাতে বিভিন্ন ফেস্টুন ও প্ল্যাকার্ড তুলে অভিযুক্ত শিক্ষকের স্থায়ী বহিষ্কার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।

স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন আগে বিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক আব্দুল আলিমের বিরুদ্ধে লিখিত অভিযোগ দাখিল করা হয়। বিষয়টি তদন্ত করে বিদ্যালয়ের পরিচালনা কমিটি তাকে সাময়িকভাবে বহিষ্কার করে। কিন্তু সম্প্রতি কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত ছাড়াই ওই শিক্ষক পুনরায় বিদ্যালয়ে যোগদান করলে শিক্ষার্থীরা ক্ষোভে ফেটে পড়ে। এতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, একজন শিক্ষক শিক্ষার্থীদের অভিভাবকের মতো। তার কাছ থেকে এমন অনৈতিক আচরণ অগ্রহণযোগ্য ও লজ্জাজনক। আমরা তার স্থায়ী বহিষ্কার এবং আইনি ব্যবস্থার দাবি জানাই। পরে শার্শা থানার ওসি আব্দুল আলিম ঘটনাস্থলে গিয়ে ছাত্র-ছাত্রীদের সঙ্গে কথা বলেন। পরে ছাত্র-ছাত্রীরা মহাসড়ক থেকে সরে যায়।