আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে বিএনপি। সোমবার (৩ নভেম্বর) গুলশান বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সেখানে সাতক্ষীরার ৪টি আসনে প্রার্থী ঘোষণা করেছে দলটি। ঘোষিত তালিকা অনুযায়ী, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব, সাতক্ষীরা-২ (সদর ও দেবহাটা) আসনে চেয়ারম্যান আব্দুর রউফ, সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনে সাবেক এমপি কাজী আলাউদ্দিন এবং সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির।
সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু বলেন, আমাদের মহাসচিব জেলার ৪টি আসনের জন্য যোগ্য ও পরীক্ষিত প্রার্থীর তালিকা চূড়ান্ত করায় আমরা অত্যন্ত আনন্দিত ও আশাবাদী। এই নির্বাচনে আমাদের মূল লক্ষ্য হবে, ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই প্রার্থীদের বিজয়ী করা এবং জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনা। আমরা বিশ্বাস করি, ধানের শীষের পক্ষে সাতক্ষীরার সাধারণ মানুষ স্বতঃস্ফূর্ত রায় দেবেন এবং আমরা সম্মিলিতভাবে সেই লক্ষ্য অর্জনে কাজ করবো।