যশোরে অর্ধ কোটি টাকার স্বর্ণসহ আটক ১

অর্ধ কোটি টাকার স্বর্ণসহ মো. ওসমান গনি নাম এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যশোর ব্যাটালিয়ন-৪৯।
 
বুধবার (৫ নভেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহলদল যশোর-নড়াইল মহাসড়কের রয়টোকা বাজার এলাকায় অভিযান চালিয়ে ওই স্বর্ণ পাচারকারী কে আটক করে।
 
এ সময় তার প্যান্টের পকেটের ভেতর বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৩১৯.৪৮ গ্রাম ওজনের ৩টি স্বর্ণের বার, দুইটি মোবাইল ফোন, এবং নগদ টাকা উদ্ধার করা হয়।
 
বিজিবি জানায়, আটক ওসমান গনি যশোর সদর উপজেলার মোল্লাপাড়া বারান্দী পাড়ার সৈয়দ আলী মন্ডলের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে যশোর হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিলেন।
আটককৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৫৫ লাখ ২৬ হাজার ৬৮৪ টাকা। মোবাইল ও নগদ টাকাসহ মোট উদ্ধারকৃত মালামালের মূল্য দাঁড়ায় প্রায় ৫৫ লাখ ৪৭ হাজার ৩৪ টাকা।
 
আটক আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।
 
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী বলেন, সম্প্রতি বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বেড়েছে। বিজিবি সীমান্ত এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে। পাচার প্রতিরোধে অভিযান ও তৎপরতা আরও জোরদার করা হয়েছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে।