সুন্দরবনের পশুর নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ যুক্তরাষ্ট্র প্রবাসী নারী পর্যটক রিয়ানা আবজালের (২৮) মরদেহ উদ্ধার করেছে কোস্ট গার্ড।
নিখোঁজের দুই দিন পর সোমবার (১০ নভেম্বর) সকালে বাগেরহাটের মোংলার সাইলো জেটি সংলগ্ন নদী থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ চাঁদপাই নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
রিয়ানা আবজাল রাজধানীর উত্তরা এলাকার আবুল কালাম আজাদের মেয়ে। তfদের গ্রামের বাড়ি বরিশালে। তিনি পেশায় পাইলট ছিলেন এবং পরবর্তীতে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস শুরু করেন।
এর আগে গত শনিবার (৮ নভেম্বর) দুপুরে সুন্দরবনের ঢাংমারী ও পশুর নদীর মোহনায় পর্যটকবাহী একটি ট্রলার উল্টে গেলে তিনি নিখোঁজ হন। ওই সময় তার সঙ্গে পরিবারের আরও সদস্যসহ মোট ১৩ জন পর্যটক ছিলেন।