সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে কাজী আলাউদ্দিনের মনোনয়ন বাতিল এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জনপ্রিয় চিকিৎসক অধ্যাপক ডা. মো. শহিদুল আলমকে মনোনয়ন প্রদানের দাবিতে টানা সপ্তম দিনের মতো বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।
সনাতন ধর্মাবলম্বীদের আয়োজনে সোমবার (১০ নভেম্বর) বিকেলে কালিগঞ্জ উপজেলা বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিএনপি অফিসের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।
বিক্ষোভ মিছিল ও সমাবেশ অংশ নেওয়া নেতাকর্মীরা এ সময় ‘কাজী আলাউদ্দিন নয়, গরীবের ডা. শহিদুল আলমকে চাই’, ‘হটাও কাজী, বাঁচাও ধানের শীষ’, ‘ডা. শহিদুল আলমের মনোনয়ন চাই, দিতে হবে’সহ নানা স্লোগানে মুখরিত করে তোলেন রাজপথ।
সমাবেশে বক্তারা বলেন, ডা. শহিদুল আলম সাধারণ মানুষের আশা-ভরসার প্রতীক। তিনি গরিব-দুঃখী মানুষের পাশে দাঁড়িয়ে নিজের অর্থে চিকিৎসা প্রদান করে থাকেন, বিনিময়ে কিছুই চান না। এমন প্রার্থীকে বঞ্চিত করে দল জনবিচ্ছিন্ন হতে পারে না।
তারা আরও বলেন, ভুল মনোনয়ন দিলে এই আসনটি হারাবে বিএনপি। কাজী আলাউদ্দিনের মনোনয়ন প্রত্যাহার না করলে আন্দোলন আরও কঠোর হবে।
বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কেন্দ্র সিদ্ধান্ত বদল না করলে রাস্তাই হবে আমাদের শেষ ঠিকানা।
সমাবেশে বক্তব্য রাখেন- কালিগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মিলন কুমার ঘোষ, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অসিত কুমার সেন, পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি রনজিত কুমার সরকার, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফান্ডের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিলন কুমার সরকার, নলতা কালিমাতা মন্দিরের পুরোহিত সঞ্জয় চক্রবর্তী ও মন্দিরের সাধারণ সম্পাদক সুরঞ্জন সরকার প্রমুখ।
সমাবেশে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেন।