নিষিদ্ধ আওয়ামী লীগ ঘোষিত লকডাউনের মধ্যেও যশোরে বেনাপোলে দেশের সবচেয়ে বড় স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল থেকে বন্দরের বিভিন্ন গেটে দেখা গেছে ভারতীয় ট্রাক প্রবেশ করছে, পণ্য আনলোড ও লোডের কাজও চলছে নিয়মিতভাবে।
শ্রমিক ও ব্যবসায়ীরা বলছেন, কাজের ধারাবাহিকতা বজায় থাকলে দেশের বাণিজ্য কার্যক্রমে কোনো প্রভাব পড়বে না।
এদিকে লকডাউনের খবর ঘিরে সকালে বন্দরের শ্রমিকদের একাংশ বিক্ষোভ মিছিল করেন। তারা বলেন, বন্দরের কার্যক্রম বন্ধ হলে আমাদের জীবন-জীবিকা বন্ধ হয়ে যায়। তাই বন্দর সচল রাখার দাবি আমাদের।
বন্দর কর্তৃপক্ষ বলছে, কার্যক্রম বন্ধ করার কোনো নির্দেশনা নেই। বাণিজ্যিক স্বার্থ ও জাতীয় অর্থনীতির স্বার্থে বন্দর সচল রাখা হয়েছে। নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় প্রশাসন, বন্দর কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।
৯২৫ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. শহীদ বলেন, প্রশাসন ও বন্দর কর্তৃপক্ষের সহযোগিতায় বেনাপোল স্থলবন্দরে কর্মচাঞ্চল্য বজায় থাকবে এবং শ্রমিকদের কাজের পরিবেশ আরও গতিশীল হবে। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা যাতে বন্দরে না ঘটে, সেদিকে আমার শ্রমিক ভাইয়েরা সজাগ আছে।
নিষিদ্ধ লকডাউনের মধ্যেও বেনাপোল স্থলবন্দরে সব কার্যক্রম স্বাভাবিক রয়েছে। শ্রমিকরা তাদের কাজ চালিয়ে যাচ্ছেন এবং বন্দর সচল রাখার দাবিতে শান্তিপূর্ণভাবে মিছিল করেছেন।