আ. লীগের নাশকতার বিরুদ্ধে সাতক্ষীরায় এনসিপির অবস্থান কর্মসূচি

সাতক্ষীরা জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে আগুন এবং সারাদেশে আওয়ামী লীগের নাশকতার বিরুদ্ধে অবস্থান কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সাতক্ষীরা জেলা শাখা।
 
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা ১১টায় শহরের আল-বারাকা শপিং সেন্টারের সামনে এ অবস্থান কর্মসূচি পালিত হয়।
 
এনসিপির জেলার প্রধান সমন্বয়ক মো. কামরুজ্জামান বুলুর সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন- এনসিপি জেলা সার্চ কমিটির সদস্য সচিব মো. আব্দুল্লাহ ও এনসিপির প্রতিনিধি পলাশ হাসান, এনসিপির জেলা সদস্য শেখ আল ইমরান, মো. আব্দুস সবুর ও শেখ আরিফুল ইসলাম প্রমুখ। সাতক্ষীরা জেলা এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এ সময় সেখান উপস্থিত ছিলেন।
অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ আমরা মেনে নেব না। আমরা সবসময় রাজপথে থেকে ফ্যাসিস্ট লীগের সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করবো। আওয়ামী লীগ নেত্রী ও তার নেতারা সব পালিয়েছে। আর তাদের কর্মীরা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। লাঠিসোটা হাত নিয়ে মাঠ থেকে তাদেরকে গণপিটুনি দিয়ে প্রতিহত করতে হবে।
 
বক্তারা এ সময় সাতক্ষীরায় জুলাই স্মৃতিস্তম্ভে যারা আগুন দিয়েছে, তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার আহ্বান জানান।