জুলাই গণহত্যার দায়ীদের বিরুদ্ধে ঘোষিত আদালতের রায়কে স্বাগত জানিয়ে যশোর জেলা জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা ও মিষ্টি বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ১১টায় শহরের জুলাই স্মৃতিস্তম্ভ চত্ত্বর থেকে এ শোভাযাত্রা শুরু হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি দড়াটানায় গিয়ে শেষ হয়। শেষে সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- জুলাই নিহত জাবিরের পিতা নওশের আহমেদ, নিহত আব্দুলার পিতা আব্দুল জব্বার, এনসিপির আহ্বায়ক নুরুজ্জামান, যশোর জুলাই যোদ্ধা সংসদের আহ্বায়ক আহাদ হুসাইন, সদস্য সচিব রাকিবুল ইসলাম রাকিবসহ সংগঠনের নেতা ও শহীদ পরিবারের সদস্যরা।