বান্দরবানের ইভানজেলিক্যাল খ্রিষ্টান চার্চে (ইসিসি) ব্যবহারে জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে চেয়ার বিতরণ করা হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) সকালে সেনাবাহিনীর বান্দরবান রিজিয়ন প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৬৯ পদাতিক ব্রিগেড বান্দরবান সেনা রিজিয়নের জিএস টু মেজর পারভেজ রহমান ইভানজেলিক্যাল খ্রিষ্টান চার্চের (ইসিসি) দায়িত্বপ্রাপ্তদের হাতে ১১০টি চেয়ার তুলে দেন।
এ সময় মেজর পারভেজ রহমান বলেন, বাংলাদশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল সম্প্রদায়ের জনসাধারণের পাশে থেকে সর্বদা সহায়তা প্রদান করে আসছে। আজকের এই গির্জায় চেয়ার বিতরণ অনুষ্ঠান তারই একটি দৃষ্টান্তমূলক উদাহরণ।
বাংলাদশ সেনাবাহিনী ভবিষ্যতেও পার্বত্য এলাকার সকল জাতি ও ধর্মের মানুষের পাশে থেকে তাদের জীবনমান উন্নয়ন করার জন্য সর্বদা নিরলসভাবে কাজ করে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।