নেত্রকোনার দুই উপজেলায় নির্বাচিত হলেন যারা

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ বুধবার (৮ মে) সম্পন্ন হয়েছে। নেত্রকোনার দুই উপজেলা দুর্গাপুর ও কলমাকান্দায় প্রথম ধাপে ভোট গ্রহণ হয়। ভোট গ্রহণ ও গণনা শেষে বুধবার রাতেই বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে।

এতে দুর্গাপুর উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান নাজমুল হক নীরা। তিনি (মোটরসাইকেল) প্রতীক ৩১ হাজার ১৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোস্তাফিজুর রহমান (কৈ মাছ) প্রতীক ২২ হাজার ভোট পেয়েছেন।

এছাড়া ভাইস চেয়ারম্যান পদে গোলাম ফাহমী ভূঞা (তালা) প্রতীক ৪১ হাজার ৪২ ভোট পেয়ে জয়ী হয়েছেন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে শারমিন আক্তার কাকলী (হাঁস) প্রতীক ২৫ হাজার ৫০৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

অপরদিকে কলমাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও নাজিরপুর ইউনিয়ন পরিষদের দুইবারের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস (দোয়াত কমল) প্রতীক ৩২ হাজার ৩৫৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোস্তাফিজুর রহমান (ঘোড়া) প্রতীক পেয়েছেন ২৯ হাজার ৩৭৭ ভোট।

এছাড়া ভাইস চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন হাবিবুর রহমান (চশমা) প্রতীক ৪৫ হাজার ৫৩৮ ভোট এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন রুনা আক্তার (কলস) প্রতীক ৩৫ হাজার ৭২২ ভোট।

দুর্গাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা তপন চন্দ্র শীল ও কলমাকান্দা উপজেলা নির্বাচন কর্মকর্তা ফরহাদ হাসান আজাদ এসব তথ্য নিশ্চিত করেন।