নেত্রকোণার কেন্দুয়ায় টিসিবির ১শত ৮০ কেজি চাউল, ৭০ কেজি ডাল এবং ৭২ লিটার তৈলসহ ইউনিয়ন বিএনপির সভাপতিকে আটক করেছে সেনাবাহিনী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানান, বৃহস্পতিবার সেনাবাহিনীর একটি দল কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়নের বাড়লা গ্রামের ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসেম ভুঁইয়ার বাড়িতে অভিযান পরিচালনা করে তাঁর নিজ ঘর থেকে টিসিবির চাল, ডাল, তৈল উদ্ধার করেছেন। এসময় বিএনপি এই নেতাকে সেনাবাহিনী আটক করে।
বাড়লা গ্রামের নাম প্রকাশের অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, বুধবার পাইকুড়া ইউনিয়নের মিঞা হোসেন মার্কেট এলাকায় ৩,৪,৫ নং ওয়ার্ডের কার্ডধারীরে মাঝে টিসিবির পণ্য বিক্রি করতে আসেন মেসার্স আয়েশ ট্রেডার্স নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি। এসময় আবুল হাসেম ভুঁইয়া, টিসিবির ঐসব পণ্য সংগ্রহ করে তাঁর বাড়িতে নিয়ে যায়। বৃহস্পতিবার সকালের দিকে সেনাবাহিনী আবুল হাসেম ভুঁইয়ার নিজ ঘর থেকে ঐসব টিসিবির পণ্য সহ হাসেম ভুঁইয়াকে আটক করে নিয়ে যায়।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, পাইকুড়া ইউনিয়নের বাড়লা গ্রাম থেকে আবুল হাসেম ভুঁইয়াকে টিসিবির চাউল, ডাল, তৈলসহ আটক করে থানায় নিয়ে আসেন সেনাবাহিনী। আটক আবুল হাসেম ভুঁইয়ার বিরুদ্ধে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
এ নিয়ে কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীনের সাথে কথা হলে তিনি বলেন, পাইকুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি সেনাবাহিনীর কাছে আটক হওয়ার কথা শুনেছি। আমরা উপজেলার সকল ইউনিয়ন বিএনপি সভাপতি এবং সাধারণ সম্পাদকদের নিয়ে মিটিংয়ে সিদ্ধান্ত নিয়েছি। উক্ত মিটিংয়ে আবুল হাসেম ভুঁইয়ার বিষয়ে আলোচনা করা হবে।