বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপি আওয়ামী লীগের মতো লুটপাট করে না।আমরা সম্পদের পাহাড় করি না, আজ আওয়ামী লীগ বিলীন হয়ে গেছে। আওয়ামী লীগ দিনের আলোতে আসতে ভয় পায়, তারা ভোর ৬ টায় ১০-১২ জনে মিছিল করে পালিয়ে যায়। যাতে মানুষ তাদের চিনতে না পারে।
সোমবার (২৮ অক্টোবর) সকালে ময়মনসিংহের ধোবাউড়ায় কলসিন্দুর স্কুল অ্যন্ড কলেজ মাঠে ময়মনসিংহ দক্ষিণ যুবদলের আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, গণহত্যাকারী লুটেরা আওয়ামী লীগকে এদেশের মানুষ আর রাজনীতিতে দেখতে চায় না। গত ১৫ বছর তারা দেশের মানুষের ওপর অত্যাচার, নির্যাতন ও ভোটের অধিকার কেঁড়ে নিয়েছে। এদের প্রত্যেকের বিচার করতে হবে।
তিনি বলেন, বিএনপি সরকার কিংবা বিরোধী দলে যে অবস্থানেই থাকুক জনগণের আর্তমানবতার সেবায় নিয়োজিত থাকে। বিএনপি সঠিক ও ইতিবাচক রাজনীতি করে। শুধু কথা বলা এবং আনুষ্ঠানিকতা নয় প্রকৃত অর্থে মানুষের কল্যাণ চায় বিএনপি।
প্রিন্স বলেন, সম্প্রতি ধোবাউড়া ও হালুয়াঘাটে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় ত্রাণ কার্যক্রম চালিয়েছি। আমাদের নেতা তারেক রহমান নির্দেশনা দিয়েছেন সামর্থ্য অনুযায়ী বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য। এরই ধারাবাহিকতায় আমরা কৃষকদের মাঝে রবিশস্যের বীজ বিতরণ করছি।
ময়মনসিংহ দক্ষিণ যুবদলের সভাপতি রোকনুজ্জামান সরকার রোকনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দিদারুল ইসলাম খান রাজুর সঞ্চালনায় অনষ্ঠানে আরও বক্তব্য রাখেন- জেলা বিএনপির সদস্য আজহারুল ইসলাম কাজল, আনিছুর রহমান মানিক, মোয়াজ্জেম হোসেন খান লিটন, ফরহাদ রব্বানী সুমন প্রমুখ।