জনপ্রিয় ইসলামিক স্কলার ও গবেষক ড. মিজানুর রহমান আজহারী বলেছেন, ইসলাম-কোরআনের কথা বলেই কেউ ধর্ম ব্যবসায়ী হয়ে যায় না।
তিনি বলেন, ‘যারা ইসলাম ও কোরআনের কথা বলে তারা ধর্ম ব্যবসায়ী নন। আলমদের বিরুদ্ধে দাঁড়াবেন না এবং আলেমবিদ্বেষীও হবেন না। তাহলে দুনিয়া ও আখেরাত দুটোই হারাবেন। নিজেকে ইসলামের বিরুদ্ধে দাঁড় করাবেন না।’
শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে পবিত্র কোরআনের তাফসির মাহফিলে উপস্থিত সবার উদ্দেশে তিনি এসব কথা বলেন।
ড. মিজানুর রহমান আজহারী বলেন, ‘পৃথিবীতে সবচেয়ে দামি হলো বিশ্বাস। বিশ্বাস ছাড়া জগত চলে না। বিশ্বাসীরা টিকে না থাকলে পৃথিবী আল্লাহ টিকিয়ে রাখতেন না। একজন বিশ্বাসী বেঁচে থাকলে আল্লাহ পৃথিবী ধ্বংস করবেন না।’
তিনি বলেন, ‘ছয়টি বিষয়ে বিশ্বাস রাখাই হলো ঈমান। ঈমান ছাড়া নেক আমলের কোনো স্বীকৃতি নেই। যার হৃদয়ে ঈমান আছে, সেই সফল। সফল হয়েছেন যারা, ঈমান এনেছেন তারাই। ঈমান হলো সফলতার মাপকাঠি।’
মিথ্যার ব্যাখ্যা দিতে গিয়ে ইসলামিক এ স্কলার বলেন, ‘মিথ্যা হলো মহাপাপ। মোবাইল ফোনের কারণে মিথ্যা বেড়েছে। আমাদের অনেকেই মিথ্যা বলেন। আদালতে মিথ্যা সাক্ষ্য দেন, আমাদের দেশে মিথ্যা সাক্ষ্যে অনেকের ফাঁসিও হয়েছে। আমার নবী (সা.) জীবনে একটা মিথ্যাও বলেননি।’
তিনি বলেন, ‘মিথ্যাবাদীদের সাপোর্ট করা যাবে না। সত্য মানুষকে পুণ্যের পথ দেখায়। মিথ্যা মানুষকে পাপের পথ দেখায়। আর পাপ মানুষকে জাহান্নামের পথ দেখায়। এক্ষেত্রে আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে, আপনি কোন পথে যাবেন।’