জামালপুরে টানা দ্বিতীয় দিনের মতো চলছে গণপরিবহন ধর্মঘট। পূর্ব ঘোষণা ছাড়া ধর্মঘট ডাকায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। কর্মস্থল, শিক্ষা প্রতিষ্ঠান ও গন্তব্যে পৌঁছাতে না পেরে তাদের অসন্তোষ প্রকাশ করতে দেখা গেছে।
মঙ্গলবার (৪ মার্চ) সকাল থেকে সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। এর আগে শুধুমাত্র বাস ও সিএনজি চলাচল বন্ধ ছিল।
জামালপুর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শুভ বলেন, সড়কে নিরাপত্তা নিশ্চিত করা, ২ মার্চ বাসে অগ্নিকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত এবং গতকাল এক বাস শ্রমিকের ওপর হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত আমাদের ধর্মঘট অব্যাহত থাকবে।
এই ধর্মঘটের কারণে জামালপুরের সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানা গেছে।