কুমিল্লার মুরাদনগরে এক গৃহবধূকে ধর্ষণের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে দোষীদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।
রোববার (২৯ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আব্দুল জব্বার মোড়ে ওই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি মাহবুবা নাবিলা এবং সঞ্চালনায় ছিলেন অর্থ সম্পাদক শতাব্দী কর।
এসময় উপস্থিত বক্তারা বলেন, দেশে ধর্ষণের ঘটনা একের পর এক ঘটলেও বিচারহীনতার সংস্কৃতির কারণে অপরাধীরা বারবার পার পেয়ে যাচ্ছে। মুরাদনগরের ঘটনাও এরই ধারাবাহিকতা। রাষ্ট্রীয়ভাবে ধর্ষকদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করলে এসব ঘটনা কখনও বন্ধ হবে না।
এসময় বক্তারা আরও বলেন, দেশে ধর্ষকদের কোনো কোনো ক্ষেত্রে সামাজিকভাবে পুরস্কৃতও করা হচ্ছে, অথচ নারীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। এ অবস্থায় নারীর নিরাপত্তা নিশ্চিত করা, বিচারপ্রক্রিয়া দ্রুত শেষ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া সময়ের দাবি বলেও তারা উল্লেখ করেন এবং অভিযুক্ত ফজর আলী ও তার সহযোগীদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান।
এসময় সংগঠনের সহ-সভাপতি মাহবুবা নাবিলা বলেন, ‘ধর্ষকের কোনো রাজনৈতিক পরিচয় নেই। তার একমাত্র পরিচয় সে ধর্ষক। ধর্ষণের বিচারহীনতার সংস্কৃতি রুখতে হলে একটি মানবিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তোলার পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক কাঠামোরও পরিবর্তন জরুরি। আমরা বিচারের অপেক্ষায় বসে থাকবো না। সচেতন সমাজ ও শিক্ষার্থীদের নিয়ে আমরা অন্যায়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবো।