নেত্রকোনায় সাবেক এমপিসহ ১৮৬ জনের বিরুদ্ধে মামলা

বিএনপির কর্মসূচিতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় সাবেক এমপি সাজ্জাদুল হাসান ও সাবেক উপজেলা চেয়ারম্যান রাব্বানী জব্বারসহ ১৮৬ জনের বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে। 

বুধবার (২ জুলাই) খালিয়াজুরী সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মজলু মিয়া বাদী হয়ে স্থানীয় থানায় মামলাটি করেন। মামলায় দুজন সাংবাদিককেও আসামি করা হয়।

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, এ মামলায় উল্লিখিত আসামিদের মধ্যে কয়েকজন ইতোপূর্বে অন্য মামলায় গ্রেপ্তার হয়ে হাজতে আছেন। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এদিকে সাংবাদিক শফিকুল ইসলাম তালুকদার ও মৃণাল কান্দি দেব বলেন, আমরা কোনো রাজনৈতিক দলে সম্পৃক্ত নই। আমাদের হয়রানি করতে এই মামলায় জড়ানো হয়েছে।