নেত্রকোনার মোহনগঞ্জে সাতমা-ধলাই নদীতে বালুবাহী নৌকাডুবে ২ শ্রমিক নিখোঁজ হয়েছেন। আহত হয়েছেন আরো একজন।
সোমবার (৪ আগস্ট) রাত আড়াই টার দিকে সোয়াইর ইউনিয়নের আদর্শনগর এলাকায় এ ঘটনা ঘটে। মঙ্গলবার (৫ আগস্ট) বিকাল ৪ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ শ্রমিকদের সন্ধান মিলেনি।
নিখোঁজ শ্রমিকরা হলেন- পূর্বধলা উপজেলার ধলামূলগাঁও গ্রামের কদ্দছু তালুকদারের ছেলে মারুফ (২৫) ও আব্দুল গফুরের ছেলে জিয়া (২৩)। আহত শ্রমিক আব্দুল হকও (৪৫) একই গ্রামের বাসিন্দা। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, ওই ৩ শ্রমিক সুনামগঞ্জের ছাতক থেকে বালুবাহী নৌকা নিয়ে আদর্শনগর বাজারের দিকে যাচ্ছিলেন। বাজারের কাছাকাছি যেতেই নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকার মালিক আব্দুল হক সাঁতার কেটে পাড়ে উঠতে সক্ষম হন। কিন্তু মারুফ ও জিয়া নামের ২ শ্রমিক নিখোঁজ হন।
খবর পেয়ে মোহনগঞ্জের ফায়ার স্টেশনের সদস্যরা উদ্ধার তৎপরতা চালান। পরে আজ সকালে ময়মনসিংহের ডুবুরি দল এসে পুনরায় উদ্ধার অভিযান চালায়। কিন্তু বিকাল ৪টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ শ্রমিকদের কোনো সন্ধান পাওয়া যায়নি।
মোহনগঞ্জ ফায়ার স্টেশনের কর্মকর্তা বজলুর রহমান ও ময়মনসিংহ ফায়ার স্টেশনের কর্মকর্তা নূরে আলম জানান, নদীতে প্রবল স্রোত থাকার কারণে উদ্ধার অভিযান বিলম্বিত হচ্ছে। বালুবাহী নৌকাটিতে ৩ জনই ছিলেন। একজন পাড়ে উঠতে পারেন। বাকি ২ শ্রমিক নিখোঁজ রয়েছেন।