নেত্রকোনার আটপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুয়েল সাংমাকে প্রত্যাহার করা হয়েছে। ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ স্বাক্ষরিত এক আদেশে তাকে প্রত্যাহার করা হয়। জেলা প্রশাসক বনানী বিশ্বাস শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন।
রুয়েল সাংমা গত বছরের ১৯ ডিসেম্বর আটপাড়া উপজেলায় যোগদান করেন। সেখানে ভিজিএফের চাল বিতরণকালে এক যুবককে লাঠিপেটা করার ভিডিও ভাইরাল ও আদালতে মামলা হওয়ার পর তাকে প্রত্যাহার করা হয়।
জানা গেছে, গত ২৪ মার্চ দুপুরে আটপাড়ার বানিয়াজান ইউনিয়ন পরিষদে ভিজিএফের চাল বিতরণ করা হয়। চাল নিতে আসা লোকজন বিশৃঙ্খলা সৃষ্টি করার খবরে ঘটনাস্থলে যান ইউএনও রুয়েল সাংমা। সেখানে এক পর্যায়ে তিনি পুলিশের কাছ থেকে লাঠি কেড়ে নিয়ে এক যুবককে মারধর করেন। ওই ঘটনার একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। তাছাড়া রায়হান কবীর নামের এক ব্যক্তি এ ব্যাপারে গত ১২ আগস্ট আদালতে মামলার আবেদন করেন। আদালতের বিচারক ঘটনাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দেন।
জেলা প্রশাসক জানান, উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামানকে প্রধান করে গত মঙ্গলবার অভিযোগ তদন্তে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে এক মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলার হয়েছে।
এমন পরিস্থিতিতেই ময়মনসিংহের বিভাগীয় কমিশনার স্বাক্ষরিত আদেশে রুয়েল সাংমাকে প্রত্যাহার করা হয়।