নেত্রকোনা সদর উপজেলার রাজেন্দ্রপুর গ্রামে ৭ বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ধর্ষক এরশাদ আলীকে (৬৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৪ আগস্ট) ভোরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সীমান্তবর্তী তারাপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা নেত্রকোনা মডেল থানার এসআই ফজলুল করিম খবরটি নিশ্চিত করেছেন।
জানা গেছে, অভিযুক্ত এরশাদ আলীর বাড়ি নেত্রকোনা সদর উপজেলার রাজেন্দ্রপুর গ্রামে। গত শুক্রবার সকাল ১১টার দিকে কয়েকটি শিশু তার বাড়ির উঠানে খেলা করছিল। এ সময় এরশাদ তার নাতনী সম্পর্কীয় এক প্রতিবেশী শিশুকে সোনার আংটি ও ১০০ টাকার প্রলোভন দেখিয়ে নিজ ঘরে নিয়ে ধর্ষণ করে। এতে শিশুটির রক্তক্ষরণ হলে বাড়িতে গিয়ে তার মাকে জানায়। পরে অভিভাবকরা তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করে। শুক্রবার রাতেই শিশুটির মা বাদী হয়ে মামলা দায়ের করেন। তবে ধর্ষক এরশাদ আলী ঘটনার পরপরই পালিয়ে যায়।
এসআই ফজলুল করিম জানান, এরশাদ আলী ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সীমান্তবর্তী তারাপুর গ্রামে আত্মগোপন করেছিল। প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়। নেত্রকোনা মডেল থানার পাশাপাশি কসবা থানা পুলিশ গ্রেপ্তার অভিযানে অংশ নেয়। সোমবার (২৫ আগস্ট) তাকে আদালতে সোপর্দ করা হবে।