নেত্রকোনায় বিএনপির কমিটি গঠন

ডা. আনোয়ার সভাপতি, ড. হিলালী সম্পাদক নির্বাচিত

নেত্রকোনা জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক সভাপতি ও ড. রফিকুল ইসলাম হিলালী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার জেলা সদরের মোক্তারপাড়া মাঠে কাউন্সিলরদের সরাসরি ভোটে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে রাত পৌণে ১২টার দিকে ফলাফল ঘোষণা করা হয়।

দলীয় সূত্রে জানা গেছে, জেলার ১০টি উপজেলার দেড় হাজারের বেশি দলীয় কাউন্সিলর উৎসবমুখর পরিবেশে নির্বাচনে ভোট প্রদান করেন। কাউন্সিল অধিবেশনে সভাপতি পদে দু’জন এবং সাধারণ সম্পাদক পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্যে অধ্যাপক ডা. আনোয়ারুল হক এক হাজার ২৭৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। আর সাধারণ সম্পাদক পদে নির্বাচিত ড. হিলালী পান ৭৪৬ ভোট। অধ্যাপক ডা. আনোয়ারুল সদ্য বিদায়ী কমিটির আহ্বায়ক ছিলেন। আর ড. রফিকুল ইসলাম হিলালী ছিলেন সদস্যসচিব।

দীর্ঘ ১১ বছর পর অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন দলের যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। এছাড়াও উপস্থিত ছিলেন- সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর প্রমুখ।