ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক

প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর ময়মনসিংহ-নেত্রকোনা রুটে রেল চলাচল পুনরায় স্বাভাবিক হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১০টার দিকে গৌরীপুর রেল স্টেশনের কাছে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিনে হঠাৎ আগুন লাগলে এই রুটে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়।

স্টেশন সূত্রে জানা গেছে, ইঞ্জিনে আগুন লাগার পর ট্রেনটি দ্রুত থামিয়ে যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে হঠাৎ ধোঁয়া ও আগুন দেখে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ময়মনসিংহ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, ইঞ্জিনে আগুন লাগার পরই ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ করা হয়। পরে আগুন নিয়ন্ত্রণে এনে বিকল্প ইঞ্জিন সংযুক্ত করা হয়। প্রায় ২ ঘণ্টা পর ময়মনসিংহ-নেত্রকোনা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

রেলওয়ে সূত্রে জানা গেছে, আগুন লাগার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটির কারণেই এ ঘটনা ঘটেছে। ঘটনাটি তদন্তে রেলওয়ে কর্তৃপক্ষ একটি টিম গঠন করেছে।