হুমায়ূন আহমেদের জন্মদিনে নেত্রকোনায় নানা আয়োজন 

নেত্রকোনার কেন্দুয়ার পৈতৃক গ্রামের (কুতুবপুর) শহীদ স্মৃতি বিদ্যাপীঠে নানা আয়োজনে জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৭তম জন্মদিন উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ৯টায় পবিত্র কোরান তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। ১১টার দিকে বিদ্যালয়ের সামনে থেকে স্থানীয় বাজার পর্যন্ত অনুষ্ঠিত হয় আনন্দ র‌্যালি।

এরপর শিক্ষক ও শিক্ষার্থীরা হুমায়ূন আহমেদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। সাড়ে ১১টায় কাটা হয় কেক। বেলা ১২টার পর বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ ছাড়াও শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুপুর ২টায় অনুষ্ঠিত হয় হুমায়ূন আহমেদ রচিত নাটকের অভিনয়।

বিকেল ৪টায় আলোচনা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার, ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সমাজসেবা কর্মকর্তা ইউনূস রহমান, শিক্ষক শরীফ আনিস আহমেদ, তুহিন রহমান ও শিক্ষার্থী ফারজানা আক্তার প্রমুখ।

এদিকে নেত্রকোনা জেলা সদরে হিমু পাঠক আড্ডা নামের আরেকটি সংগঠন অনুরূপ অনুষ্ঠানের আয়োজন করে।

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার দৌলতপুর গ্রামে নানা বাড়িতে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস একই জেলার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে। কুতুবপুর গ্রামে তিনি ২০০৬ সালে শহীদ স্মৃতি বিদ্যাপীঠ নামে একটি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। ফলাফলের দিক দিয়ে এটি এখনও জেলার অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান।