জুম্মার নামাজ শেষে মাজার জিয়ারত করলেন তারেক রহমান

বগুড়র বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে শুক্রবারের জুম্মার নামাজ আদায় করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই মসজিদটি ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন তিনি নিজে। দীর্ঘ ১৯ বছর পর বগুড়ায় ফেরার এটিই প্রথম তিনি বগুড়ার কোন মসজিদে নামাজ আদায় করলেন। মসজিদে নামাজ আদায়ের পর বেলা আড়াইটার দিকে শিবগঞ্জের মহাস্থান গড়ে শাহ সুলতান বলখী (রঃ) এর মাজার জিয়ারত করেন তিনি।

এর আগে শুক্রবার দুপুর ১২টা ৫০ মিনিটে মসজিদে আসেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এসময় তিনি হেঁটে সাধারণ মানুষের কাতারে গিয়ে দাঁড়ান।

২০০৪ সালের ২৬ মার্চ বগুড়া বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন তারেক রহমান। পরবর্তী ২০০৮ সালের ১১ জানুয়ারি এই মসজিদে প্রথম জুম্মার নামাজের নামাজ আদায় করেন তৎকালীন জেলা প্রশাসক সহ সাধারণ মুসল্লীরা।

তারেক রহমান এই মসজিদে জুম্মার নামাজ আদায় করবেন এই খবর ছড়িয়ে পড়লে নামাজের অনেক আগে থেকে মুসল্লীরা ভিড় জমাতে থাকেন। জুম্মার নামাজ আদায় শেষে তিনি সাধারণ মানুষের উদ্দেশ্যে কথা বলেন। 

নামাজের শেষে তারেক রহমান বলেন, ‘এই মসজিদটি করা হয়েছিল বগুড়ার মানুষের জন্য। আল্লাহ আমাদের তৌফিক দিয়েছেন বগুড়ার মত জায়গায় এমন একটি মসজিদ গড়ে তোলার। মসজিদের এখনো অনেক কাজ বাকি আছে। যেভাবে পরিকল্পনা করেছিলাম তা বাস্তবায়ন হয়নি। আল্লাহ আমাদের সুযোগ দিলে আগামী মসজিদটি সুন্দর ভাবে গড়ে তোলা হবে। যাতে এটি নিয়ে বগুড়ার মানুষ গর্ব করতে পারে। সকলের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আল্লাহ যদি আমাদের সুযোগ দেন তাহলে আমরা আগামীতে দেশের দায়িত্ব পেলে সমগ্র দেশে কাজ করা হবে।’